Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

চান্দলা ইউনিয়ন হইতে উপজেলা ব্রাহ্মণপাড়ার দুরত্ব ৭ কিঃ মিঃ।

কুমিল্লা শাসন গাছা বাসষ্টেন্ড হইতে সিএনজি,এবং বাসে উপজেলা ব্রাহ্মণপাড়া হয়ে চান্দলা ইউনিয়ন পরিষদ এর সামনে চান্দলা বাজার স্টেন্ডে নেমে আসা যায়।

 

উপজেলা হতে ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা:

ইজিবাইক ভাড়া ২০ টাকা(জন প্রতি)

সিএনজি ভাড়ার হার ১৫ টাকা(জন প্রতি)

রিকসা ভাড়া দুই জন -৪০/- টাকা

চান্দলা ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য:

 

চান্দলা বাজার থেকে পশ্চিম দিকে সিদলাই ইউনিয়নে সিদলাই বাজার।

রিকসা ভাড়া ১৫ টকা(জনপ্রতি)

 

চান্দলা বাজার থেকে বাসে এবং সিএনজিতে মিরপুর বাসস্টেনড (কুমিল্লা- বিবাঢ়ীয়া সড়ক) 

রিকসা ভাড়া ১৫ টাকা(জনপ্রতি)

সিএনজি ভাঢ়া ১০ টাকা (জন প্রতি)

বাস ভাড়া ৮/- টাকা (জনপ্রতি)

চান্দলা বাজার থেকে পুর্ব দিকে চারাধারী সলদা নদীর পাড় পযর্ন্ত রিকসা এবং সিএনজি তে যাতায়ত করা যায্ 

রিকসা ভাড়া  ১০/-টাকা(জনপ্রতি)

সিএনজি রিজার্ভ ভাড়া য়ায় ৮০/-

চান্দলা বাজার থেকে পশ্চিম উত্তর দিকে দর্পনারায়ন পুর হয়ে কান্দুঘর বাজার যাতায়ত করা যায় রিকসা।

চান্দলা টানা ব্রীজ হইতে পুর্ব দিকে মন্দভাগ বাজার হয়ে সালদানদী রেল ষ্টেশন যাওয়া যায়।

রকিসা ও সি এন জি জন প্রতি ভাড়া ৪০/-